সৃষ্টিশীল মানুষের যত্নের বড়ো প্রয়োজন। রমাদেবী তাঁর দুইটি পদ্মকুসুমের মতো করতলে নিজের জীবনটি সাজিযে যত্নে রেখেছিলেন স্বামী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, শেষদিন অবধি। ওই রকম ত্যাগ আর প্রেম আজ দুর্মূল্য । ত্যাগ ও প্রেম শব্দ দুটি পৃথক হলেও কিন্তু তারা আলাদা নয়, ত্যাগ বিনা প্রেম নাই, আবার প্রেম বিনেও কি ত্যাগ আছে? নাই, মনে হয়। এই বই অপরাজিত কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের সেই অপরূপ প্রেমকথার আখ্যান।