Missbrauch melden

PDF-Details

Kontaktdaten

Öffentlich

KACHHE THEKE DEKHA.pdf

সৃষ্টিশীল মানুষের যত্নের বড়ো প্রয়োজন। রমাদেবী তাঁর দুইটি পদ্মকুসুমের মতো করতলে নিজের জীবনটি সাজিযে যত্নে রেখেছিলেন স্বামী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, শেষদিন অবধি। ওই রকম ত্যাগ আর প্রেম আজ দুর্মূল্য । ত্যাগ ও প্রেম শব্দ দুটি পৃথক হলেও কিন্তু তারা আলাদা নয়, ত্যাগ বিনা প্রেম নাই, আবার প্রেম বিনেও কি ত্যাগ আছে? নাই, মনে হয়। এই বই অপরাজিত কথাকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়ের সেই অপরূপ প্রেমকথার আখ্যান।

PDF-Dokument vorschau